৪৮ দলের বিশ্বকাপে ইউরোপের ১৬টি

 

৪৮ দলের বিশ্বকাপে  ইউরোপের ১৬টি 


৪৮ দলের বিশ্বকাপে  ইউরোপের ১৬টি. বিশ্বকাপে ৪৮ দল,ইউরোপের ১৬, এশিয়ার ৮টি,লাতিন আমেরিকা ও কনক্যাকাফের ৬টি এবং ওশেনিয়ার ১টি করে দলের  


৪৮ দলের বিশ্বকাপে  ইউরোপের ১৬টি
৪৮ দলের বিশ্বকাপে  ইউরোপের ১৬টি 


48 টি দল নিয়ে বিশ্বকাপে কোন অঞ্চল থেকে কতটি দল খেলবে তার একটি পরিকল্পনা ঘোষণা করেছে ফিফা। এটি ইউরোপ থেকে সর্বাধিক 16 টি দেশ নিতে বলা হয়।


ওশেনিয়া অঞ্চল থেকে সরাসরি একটি দলকে সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ছয়টি দেশের সাথে একটি প্লে-অফ টুর্নামেন্টের প্রস্তাব করা হয়েছে, যেখান থেকে দুটি দল ফাইনালে উঠবে।


প্রস্তাবটি আগামী মে মাসে বাহরাইনে ফিফা কাউন্সিলে পেশ করা হবে।


2026 বিশ্বকাপে, দলের সংখ্যা বর্তমান 32 থেকে বেড়ে 48 হবে। 48টি আসনের মধ্যে 16টি ইউরোপের, নয়টি আফ্রিকার, আটটি এশিয়ার, ছয়টি দক্ষিণ আমেরিকার, ছয়টি কনকাকাফ থেকে এবং একটি ওশেনিয়ার।


স্বাগতিক দেশ স্বয়ংক্রিয়ভাবে ফাইনাল খেলবে। তাই দেশ যে অঞ্চলে হবে সেখান থেকে দল কমে যাবে।


অন্য দুটি দেশ বেছে নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ নতুন। প্লে-অফ টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেবে - ইউরোপ ছাড়া বাকি পাঁচটি অঞ্চল থেকে পাঁচটি এবং আয়োজক অঞ্চল থেকে একটি অতিরিক্ত একটি।


বিশ্বকাপের মূল আসরের আগে নভেম্বরে স্বাগতিক দেশে হবে টুর্নামেন্ট।


গত জানুয়ারিতে, ফিফা দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ এবং বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নেয়।


বর্তমানে ইউরোপ থেকে ১৩টি দল, আফ্রিকার পাঁচটি, এশিয়া ও দক্ষিণ আমেরিকার চারটি এবং কনকাকাফ অঞ্চলের তিনটি দল সরাসরি মূল ড্রয়ে বাছাইপর্ব থেকে খেলছে।


এশিয়া এবং দক্ষিণ আমেরিকার আরও দুটি দল, কনকাকাফ এবং ওশেনিয়া ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url