সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে
সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে
সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে |
♥সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ♥
আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হবেন জান্নাতে প্রবেশকারী প্রথম ব্যক্তি। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য মর্যাদার মধ্যে একটি যা শুধু তাঁর জন্যই নির্ধারিত। মুসনাদে আহমদে হযরত আমর বিন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
اَنَا اَوَّلُ مَنْ يَّدْخُلُ الْجَنَّةَ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخَرَ
অর্থাৎ- “কিয়ামত দিবসে আমিই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবো। এতে কোনই অহংকার নেই।”
শুধু তাই নয় সেদিন জান্নাতের চাবিগুলোও তাঁর নিকট অর্পন করা হবে। এ প্রসঙ্গে আল্লামা জালালুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়িসুল কোবরাতে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
وَاِلَيَّ مَفَاتِيْحُ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخَرَ
অর্থাৎ- “কিয়ামাত দিবসে জান্নাতের চাবিগুলো চলে আসবে আমারই হাতে। এত কোনই অহংকার নেই।”
জান্নাতের দ্বারপ্রান্তে এসে সর্বপ্রথম তিনিই কড়া নাড়বেন। আর তখন জান্নাতের রক্ষক জিজ্ঞেস করবেন, কে আপনি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিবেন, আমি মুহাম্মদ। তখন জান্নাতের রক্ষক বলবেন, আমাকে নির্দেশ দিয়ে রাখা হয়েছে যে, আপনার পূর্বে আমি যেন আর কারো জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে না দেই।
হযরত সাইয়্যেদুনা ফারুকে আযম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
اِنَّ الْجَنَّةَ حُرِّمَتْ عَلَي الْاَنْبِيَاءِ كُلِّهِمْ حَتَّي اَدْخُلَهَا وَحُرِّمَتْ عَلَي الْاُمَمِ حَتَّي تَدْخُلَهَا اُمَّتِي
অর্থাৎ- “যে পর্যন্ত আমি প্রবেশ করবো না, সে পর্যন্ত সমস্ত নবীগণের জন্য জান্নাত হারাম করে রাখা হবে। আর যে পর্যন্ত আমার উম্মতগণ প্রবেশ করবে না, সে পর্যন্ত অন্যান্য উম্মতগণের জন্য জান্নাত হারাম করে রাখা হবে।”
শুধু জান্নাতে প্রথম প্রবেশ করাই নয় বরং জান্নাতের সর্বোচ্চ মর্যাদাশীল যে মাকাম যার নাম হলো ‘ওয়াসীলা’, সেই সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন করা হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত-
قَالَ رَسُوْلُ اللهِ صَلَّي اللهُ عِلَيْهِ وَسَلَّمَ سَلُوا اللهَ لِيَ الْوَسِيْلَةَ قَالُوا يَا رَسُوْلَ اللهِ وَمَا الْوَسِيْلَةَ قَالَ اَعْلَي دَرَجَةٍ فِي الْجَنَّةِ لَا يَنَالُهَا اِلَّا رَجُوْلٌ وَاحِدٌ اَرْجُوْ اَنْ اَكُوْنَ اَنَا هُوَ
অর্থাৎ- “নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা আমার পক্ষে ওয়াসীলার প্রার্থনা করিও। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলাল্লাহ! ওয়াসীলা কী? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওয়াসীলা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদাশালী মাকাম, যা কেবল একজন ব্যতীত অন্য কেহই পাবে না। আমি আশা করি যে, সেই ব্যক্তি আমিই হবো।” (মুসনাদে আহমদ)
এইভাবে আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীবকে সৃষ্টির শুরু থেকে পরকালে অনন্ত জীবন পর্যন্ত সবসময় সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।