ইসলামের ৫টি স্তম্ভ কি কি
ইসলামের ৫টি স্তম্ভ কি কি
ইসলামের পাঁচ স্তম্ভ
সেগুলো হচ্ছেঃ (১) শাহাদাত, (২) নামায, (৩) রোজা, (৪) হজ্জ্ব, (৫) যাকাত!
১. কালেমায়ে শাহাদাত - এর অর্থ আপনাকে কালেমায়ে শাহাদাত মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা। এর আরেক অর্থ হল “ঈমান”।
২. ৫ ওয়াক্ত নামায - নামাজ বা সালাত ইসলামের উপাসনাকর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত নামায নির্দিষ্ট সময়ে আদায় করা আবশ্যক।
৩. রামাযান মাসে রোযা রাখা (সিয়াম পালন করা) - সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোযা। প্রতিটি সবল মুসলমানের জন্য রমযান মাসের প্রতি দিন রোজা রাখা ফরজ যার অর্থ অবশ্য পালনীয়।
৪.সামর্থ থাকলে আল্লাহর ঘরের হজ্জ আদায় করা - আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। এটি পৃথিবীর সবচেয়ে বড় বাৎসরিক তীর্থযাত্রা।
৫. যাকাত প্রদান করা - এর অর্থ হলো "যা পরিশুদ্ধ করে" আরেক অর্থ হল “সম্পদের যাকাত”। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলমান নর-নারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যদি তা ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা (হিসাব পরিমাণ) অতিক্রম করে তবে, গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে যাকাত বলা হয়।