খেজুর গাছের কান্না
খেজুর গাছের কান্না
খেজুর গাছের কান্না |
খেজুর গাছের কান্না মসজিদে নববীতে রাসুলাল্লাহ (সঃ) একটি খেজুর গাছের শুকনা কাঠের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন
দিনে দিনে মসজিদে নববীতে মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে,পিছনের সাহাবীদের জন্য খোতবা শুনা কষ্টকর হয়েপড়ে।ফলে মদিনার এক আনসারী সাহাবী একটি মিম্বার তৈরী করলেন। আল্লাহর রসুল যখন সেই নতুন মিম্বরে উঠে খোতবা দেওয়া শুরু
করলেন, তখন উপস্তিত সাহাবাগন ছোট বাচ্চার কান্না আওয়াজ শুনতে পায়। তখন নবীজি মিম্বর থেকে নেবে,সেই খেজুর গাছের নিকটে গিয়ে,খেজুর গাছটিকে প্রশ্ন করলেন,তুমি এই ভাবে কান্না করছ কেন?
উত্তরে সেই খেজুর গাছটি বলতে শুরু করলেন,হুজুর আপনি আমার উপর হেলান দিয়ে আর কোনদিন খুতবা দিবেন না তা আমি সহ্য করতে পারছিনা। আল্লাহর রসুল তাকে বুকে জড়িয়ে সান্তনা দিলেন
এবং জান্নাতে নবীর সাথে থাকার সুসংবাদ দিলেন।এবং উপস্তিত সাহাবাদেরকে নির্দেশ দিলেন,তাকে যেন নতুন মিম্বরের নিচে দাফন
করা হয় । --- সুবহানাল্লাহ ----
( ইবনে মাজাহ হাদিস নং ১৪১৫, ফাতহুল
বোখারী নং হাদিস ৩৯৯ , )