নৌবাহিনীতে বেসামরিক পদে প্রধান নিয়োগ, পদ 130
নৌবাহিনীতে বেসামরিক পদে প্রধান নিয়োগ, পদ 130
বাংলাদেশ নৌবাহিনী বেশ কয়েকটি বেসামরিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চট্টগ্রাম, খুলনা, পটুয়াখালী এবং কক্সবাজার নৌ অঞ্চলে অবস্থিত স্থাপনা/ঘাঁটিগুলির জন্য 11 থেকে 20 গ্রেডের 130 জন কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
1. পদের নাম: ধর্মীয় শিক্ষক
পদ সংখ্যা: 2
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের ফাজিল ডিগ্রি।
বেতন স্কেল: 14,120-33,970 টাকা
2. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: 1
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ের জন্য সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ হতে হবে।
বেতন স্কেল: 11,000-26,590 টাকা (গ্রেড-13)
3. পদের নাম: জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: 3
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ পদার্থবিদ্যা বা রসায়নে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: 11,000-26,590 টাকা (গ্রেড-13)
4. পদের নাম: সিনিয়র সহকারী
পদ সংখ্যা: 4
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: টাকা 10,200-24,680 (গ্রেড-14)
5. পদের নাম: স্টোর হাউসম্যান
পদ সংখ্যা: 15
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: টাকা 10,200-24,680 (গ্রেড-14)
আরো পড়ুন
কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশনে চাকরি, বেতন এক লাখ টাকা
6. পদের নাম: স্টোর হাউস সহকারী
পদ সংখ্যা: 1
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: টাকা 10,200-24,680 (গ্রেড-14)
7. পদের নাম: ক্যাশিয়ার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: 4
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সঙ্গে সিজিপিএ সহ স্নাতক বা সমমানের। কম্পিউটার দক্ষতা. কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের জন্য সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ হতে হবে। সতুমুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ হতে হবে।
বেতন স্কেল: টাকা 10,200-24,680 (গ্রেড-14)
8. পদের নাম: ল্যাবরেটরি সহকারী
পদ সংখ্যা: 3
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বা সমমানের সাথে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: টাকা 10,200-24,680 (গ্রেড-14)
9. পদের নাম: সহকারী পরীক্ষক
পদ সংখ্যা: 3
যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন, পদার্থবিদ্যা বা গণিত সহ বিজ্ঞান শাখায় দ্বিতীয় শ্রেণীর সাথে স্নাতক ডিগ্রী বা সিজিপির সমতুল্য।
বেতন স্কেল: টাকা 10,200-24,680 (গ্রেড-14)
10. পদের নাম: ক্যাশিয়ার
পদ সংখ্যা: 1
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রী বা সিজিপিএ সহ ২য় শ্রেণী বা সমমানের।
বেতন স্কেল: টাকা 10,200-24,680 (গ্রেড-14)
11. পদের নাম: গ্রন্থাগার সহকারী
পদ সংখ্যা: 4
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। একটি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
বেতন স্কেল: টাকা 10,200-24,680 (গ্রেড-14)
12. পদের নাম: সহকারী মেশিনম্যান
পদ সংখ্যা: 1
যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান থেকে প্রিন্টিং টেকনোলজিতে সার্টিফিকেটসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পাস।
বেতন স্কেল: টাকা 10,200-24,680 (গ্রেড-14)
13. পদের নাম: নার্স
পদ সংখ্যা: 2
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট থেকে নার্সিং-এ ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা।
বেতন স্কেল: টাকা 10,200-24,680 (গ্রেড-14)
14. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার সংখ্যাসূচক
পদের সংখ্যা: ৬টি
যোগ্যতা: দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার দক্ষতা. কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের জন্য সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ প্রতি মিনিটে হতে হবে।
বেতন স্কেল: Rs.9,300-22,490 (গ্রেড-16)
15. পদের নাম: স্টোরম্যান
পদ সংখ্যা: 12
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: Rs.9,300-22,490 (গ্রেড-16)
16. পদের নাম: টেলিফোন অপারেটর
পদ সংখ্যা: 3
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: Rs.9,300-22,490 (গ্রেড-16)
17. পদের নাম: মুয়াজ্জিন
পদ সংখ্যা: 2
যোগ্যতা: আলিম পাস।
বেতন স্কেল: Rs.9,300-22,490 (গ্রেড-16)
18. পদের নাম: মিডওয়াইফ
পদ সংখ্যা: 1
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান থেকে মিডওয়াইফারিতে প্রত্যয়িত। সাধারণ নার্সিং পেশায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: Rs.9,300-22,490 (গ্রেড-16)
19. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদ সংখ্যা: 1
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: 9,000-21,800 টাকা (গ্রেড-17)
20. পদের নাম: বাইন্ডার
পদ সংখ্যা: 1
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বই বাঁধাইয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 9,000-21,800 টাকা (গ্রেড-17)
21. পদের নাম: ট্রেসার
পদ সংখ্যা: 2
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। যেকোনো বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেস কোর্স পাস।
বেতন স্কেল: 9,000-21,800 টাকা (গ্রেড-17)
22. পদের নাম: আয়া
পদ সংখ্যা: 3
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,500-20,570 টাকা (গ্রেড-19)
23. পদের নাম: তন্দুরচি
পদ সংখ্যা: 1
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,500-20,570 টাকা (গ্রেড-19)
24. পদের নাম: MT ক্লিনার
পদ সংখ্যা: 3
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,500-20,570 টাকা (গ্রেড-19)
25. পদের নাম: ফায়ারম্যান
পদ সংখ্যা: 9
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক যোগ্যতা (আয়ুন): উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 110 পাউন্ড, বুকের মাপ 30-32 ইঞ্চি।
বেতন স্কেল: 8,500-20,570 টাকা (গ্রেড-19)
26. পদের নাম: লস্কর
পদ সংখ্যা: 2
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-20)
27. পদের নাম: কুক
পদ সংখ্যা: 2
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-20)
28. পদের নাম: ওয়ার্ডবয়
পদ সংখ্যা: 3
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস।
বেতন স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-20)
29. পদের নাম: মাঠ স্বাস্থ্য কর্মী
পদ সংখ্যা: 1
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-20)
30. পদের নাম: মালী
পদ সংখ্যা: 1
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-20)
31. পদের নাম: অদক্ষ কর্মী
পদ সংখ্যা: 20
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস।
বেতন স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-20)
32. পদের নাম: অফসেট সহকারী
পদ সংখ্যা: 1
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-20)
33. পদের নাম: খকরব
পদ সংখ্যা: 8
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-20)
34. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যা: 1
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-20)
35. পদের নাম: ওয়াশারম্যান
পদ সংখ্যা: 1
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-20)
36. পদের নাম: বারবার
পদ সংখ্যা: 2
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পাস। প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: 8,250-20,010 টাকা (গ্রেড-20)
জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
1 থেকে 21 পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণপুর, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা , রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ভোলা, পিরোজপুর, বরগুনা, জেলা সদর, উপজেলা ও উপজেলা সদর।
22 থেকে 36 পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাজশাহী, রাজশাহী। নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।
তবে সব জেলার প্রার্থীরা এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদন করতে পারবেন।
বয়স সীমা
4 এপ্রিল 2023 তারিখে প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর।
কিভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়ম একই ওয়েবসাইট বা নৌবাহিনীর ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা যেকোনো অপারেটরের ফোন নম্বর থেকে 01500121121 নম্বরে কল করতে পারেন। এ ছাড়া vas.query@teletalk.com.bd এবং alljobs.query@teletalk.com.bd ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে। মেইলের বিষয় অবশ্যই প্রতিষ্ঠান এবং অবস্থানের নাম, ব্যবহারকারী আইডি এবং যোগাযোগ নম্বর উল্লেখ করতে হবে।
আবেদন ফী
অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি ১ থেকে ১৮ পদের জন্য ২০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ২৪ টাকা এবং ১৯ থেকে ৩৬ নম্বরের জন্য ১০০ টাকাসহ মোট ২২৪ টাকা, টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ফোন। নম্বর থেকে SMS এর মাধ্যমে জমা দিন।
আবেদনের শেষ তারিখ: 14 মার্চ থেকে 4 এপ্রিল 2023, বিকেল 5টা।
নৌবাহিনীতে বেসামরিক পদে প্রধান নিয়োগ, পদ 130 |