প্রসব সহজে হওয়ার আমল।

 

প্রসব সহজে হওয়ার আমল।


প্রসব সহজে হওয়ার আমল।
প্রসব সহজে হওয়ার আমল।


 যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর গর্ভ বিনষ্টের আশংকা করে অথবা গর্ভের সন্তান ভূমিষ্ঠের স্বাভাবিক দিন অতিবাহিত হয় তবে সে যেন তাআলার পবিত্র গুণবাচক নাম (اَلْمُبْدِئُ) 'আল-মুবদিয়ু' ৯০ বার পড়ে তার স্ত্রীর পেটের চতুর্দিকে শাহাদাত আঙ্গুলি ঘুরায়।


জীবনে মায়ের বিকল্প নেই। মায়ের পায়ের নিচে দেওয়া হয়েছে জান্নাতের সুসংবাদ। গর্ভাবস্থায় একজন মায়ের যে কষ্ট ও বিপন্ন অবস্থার সম্মুখীন হতে হয় তার পুরস্কার স্বরূপ প্রদান করা হয়েছে মাতৃত্বের এ মর্যাদা; হিরকখণ্ডের চেয়ে দামি বানানো হয়েছে তাদের। মা সন্তানের জন্য সীমাহীন কষ্ট করেন, তাই তো মহান আল্লাহ তার সঙ্গে সদাচরণ করার কথা খুব জোর দিয়ে 



গর্ভবতী মহিলাদের আমলঃ-

১. প্রথম মাসে সূরা-আলে ইমরান পড়লে সন্তান দামী হবে।

২. দ্বিতীয় মাসে সূরায়ে ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে।

৩. তৃতীয় মাসে সূরায়ে মারয়াম পড়লে সন্তান সবরকারী হবে।

৪. চতুর্থ মাসে সূরায়ে লোকমান পড়লে সন্তান হেকমত ওয়ালা হবে।

৫. পঞ্চম মাসে সূরায়ে মুহাম্মাদ পড়লে সন্তান চরিত্রবান হবে।

৬. ষষ্ঠ মাসে সূরায়ে ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে।

৭. সপ্তম,অষ্ঠম,নবম এবং দ্বশম মাসে সূরা-ইউসুফ,মুহাম্মদ এবং ইবরাহিম এর 

প্রথম থেকে দশ আয়াত পড়বে।

𛲣 ব্যাথা উঠলে সূরা-ইনশিকাক পড়ে পানিতে ফুক দিয়ে পান করবে।

আল্লাহ তাআ‘লা সকল গর্ভবতি মহিলাদেরকে উক্ত আমলগুলো করার তাওফীক দান করুন৷ আমীন!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url