স এবং শ দিয়ে মুসলিম ছেলে শিশুদের কিছু আধুনিক নাম

      স এবং শ  দিয়ে মুসলিম ছেলে শিশুদের কিছু আধুনিক নাম



স এবং শ  দিয়ে মুসলিম ছেলে শিশুদের কিছু আধুনিক নাম
স এবং শ  দিয়ে মুসলিম ছেলে শিশুদের কিছু আধুনিক নাম



 স এবং শ দিয়ে মুসলিম ছেলে শিশুদের কিছু আধুনিক নাম। ছেলেদের ইসলামিক নাম তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রযোজ্য। নামের অর্থ জানার উপায় হচ্ছে বিভিন্ন ছেলেদের ইসলামিক নামের তালিকা। মুসলিম ছেলেদের সুন্দর নামের তালিকা, শিশুদের সুন্দর নামের অর্থ নিম্নে দেওয়া হল।


1. সাঈদ = বাংলা অর্থ = সুখী,সৌভাগ্যবান।

 2. সাকিব = বাংলা অর্থ = উজ্জ্বল।

 3. সাখাওয়াত = বাংলা অর্থ = দানশীলতা।

 4. সাজিদ,সাজেদ = বাংলা অর্থ = সেজদাকারী।

 5. সাজ্জাদ = বাংলা অর্থ = অধিক সেজদাকারী।

 6. সাত্তার = বাংলা অর্থ = (দোষ) গোপনকারী।

 7. সাদাত,সাদ = বাংলা অর্থ = সুখ,সৌভাগ্য।

 8. সাদমান = বাংলা অর্থ = অনুতপ্ত,শোক

 9. শফিক = বাংলা অর্থ = দয়ালু

10. শাকুর = বাংলা অর্থ = কৃতজ্ঞ

11. শাদাব সিপার = বাংলা অর্থ = সবুজ বর্ম

12. শাফায়াত হুসাইন = বাংলা অর্থ = সুন্দর ভাগ্যবান

13. শাফি = বাংলা অর্থ = আরোগ্য দাতা

14. শফিকুল = বাংলা অর্থ = ইসলামের প্রিয়

15. শফীউদ্দীন = বাংলা অর্থ = দ্বীনের সূর্য্য

16. শাহীদ = বাংলা অর্থ = সাক্ষী

17. শাকীল আহমদ = বাংলা অর্থ = প্রশংসিত সাফল্য

18. শামসুদুর রহমান = বাংলা অর্থ = দয়াময়ের আলো

19. সাবেত = বাংলা অর্থ = দৃঢ়,অটল।

20. সামীর = বাংলা অর্থ = বিনোদনসঙ্গী।

21. সালমান = বাংলা অর্থ = নিরাপদ, নিখুঁত।

22. সালাম = বাংলা অর্থ = শান্তি,নিরাপত্তা।

23. সজীব = বাংলা অর্থ = জীবন্ত।

24. সফী = বাংলা অর্থ = ঘনিষ্ঠ বন্ধু।

25. সবুজ = বাংলা অর্থ = শ্যামল।

26. সরফরাজ = বাংলা অর্থ = সম্নানিত,অভিজাত।

27. সরোয়ার = বাংলা অর্থ = প্রধান,নেতা।

28. সাইফ,সাইফুল = বাংলা অর্থ = তরবারি।

29. সাইম = বাংলা অর্থ = রোযাদার।

30. সাইয়েদ = বাংলা অর্থ = নেতা,কর্তা।

31. সিরাজ = বাংলা অর্থ = প্রদীপ,বাতি।

32. সেলিম = বাংলা অর্থ = নিরাপদ,সুস্থ,অক্ষত।

33. সুজন = বাংলা অর্থ = জ্ঞানী,বিচক্ষণ।

34. সুবহান = বাংলা অর্থ = প্রশংসা,গুনগান।

35. সুমন = বাংলা অর্থ = উত্তম মনের অধিকারী।

36. সুলতান = বাংলা অর্থ = রাজা,বাদশাহ।

37. সৈয়দ = বাংলা অর্থ = নেতা।

38. সোহাগ = বাংলা অর্থ = আদর,স্নেহ।

39. সোহেল = বাংলা অর্থ = শুকতারা।

40. শামসুল হক = বাংলা অর্থ = প্রকৃত ভাস্কর

41. শামসুল ইসলাম = বাংলা অর্থ = ইসলামের সাহায্যকারী

42. শরীফুদ্দীন = বাংলা অর্থ = দ্বীনের প্রশংসিত

43. শরীফুল হাসান = বাংলা অর্থ = সুন্দর প্রশংসিত

45. শিহাব শারার = বাংলা অর্থ = উজ্জ্বল তারকা বলয়

46. শিহাবুদ্দীন = বাংলা অর্থ = দ্বীনের তরবারী

47. শাদমান শাকীব = বাংলা অর্থ = আনন্দিত উজ্জ্বল

48. শফীকুল ইসলাম = বাংলা অর্থ = ইসলামের পথপ্রদর্শক


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url